ঢাকা, শনিবার, ৪ মে, ২০২৪

আর্জেন্টিনার ক্লাবে খেলতে চান জামাল

ফেডারেশন কাপে আজ আবাহনীর কাছে টাইব্রেকারে ৫-৪ গোলে হেরেছে জামাল ভূঁইয়ার দল শেখ রাসেল ক্রীড়া চক্র। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হয়তো দেশের ক্লাবের হয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন তিনি। আর্জেন্টাইন ক্লাবের হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন তিনি। ইতোমধ্যে তিনি নাকি সেখানে যাওয়ার জন্য ছাড়পত্র চেয়েছেন।


সোমবার আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামাল। এর পরপরই তিনি শিরোনাম হন খবরের। বেশ কয়েকটি আর্জেন্টাইন নিউজ পোর্টাল জানায় যে তাকে দেশটির তৃতীয় বিভাগের ক্লাব সোল দি মায়ো চুক্তিবদ্ধ করেছে।জামাল প্রাথমিকভাবে বিষয়টি অস্বীকার করেছিলেন। তবে পরে তিনি জানান যে সোল দি মায়োর পক্ষ থেকে তাকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। তবে শেখ রাসেলের সঙ্গে চুক্তিবদ্ধ থাকার কারণে সেটা গ্রহণ করতে পারছেন না তিনি।


জামাল বলেছেন, ‘এটি বাংলাদেশ ফুটবল এবং বাংলাদেশের জন্য একটি বিশাল মাইলফলক। পাশাপাশি বাংলাদেশের জন্য খুবই ঐতিহাসিক ব্যাপার। আমি সেখানে যেতে চাই এবং আর্জেন্টিনা থেকে ক্লাবটির প্রতিনিধিরা বাংলাদেশে এসেছে, কারণ তারা ভীষণ আগ্রহী।’


শেখ রাসেল ম্যানেজমেন্ট জামালকে মৌসুমের মাঝপথে ছেড়ে দিতে সম্মত নয় বলে জানা গেছে। তাদের মতে, স্থানীয়দের মধ্যে তিনিই দলটির সেরা খেলোয়াড়। এ বিষয়ে জামাল বলেছেন, ‘আমি বুধবার শেখ রাসেল ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলব এবং তাদেরকে অনুরোধ করব আমাকে আর্জেন্টিনার ক্লাবটিতে খেলার ছাড়পত্র দেওয়ার জন্য।’

ads

Our Facebook Page